logo

সময়: ০৮:৫০, সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০২৫

Refayet Hossain
০৭ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:২৪
photo
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০২৫

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০২৫ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনী পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। চার খেলায় তিতাস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ৫ খেলায় বাংলাদেশ পুলিশ ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চার খেলায় ৫ পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল চতুর্থ স্থানে রয়েছে।
পঞ্চম রাউন্ডের খেলা আজ (রোববার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পূর্বে এশিয়ান দাবা ফেডারেশনের নির্বাহী পরিচালক, বিশ^ দাবা সংস্থার সাবেক জেনারেল সেক্রেটারি, আন্তর্জাতিক দাবা বিচারক, আন্তর্জাতিক অর্গানাইজার মিঃ আবুন্দ কাস্টো এর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন বাংলাদেশ ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ যথাক্রমে খেলাঘর দাবা সংঘের কাজী আফসান রওনক আনান, মোঃ রাব্বী সেলিম ও রায়ান রশিদ মুগ্ধকে পরাজিত করেন। খেলাঘর দাবা সংঘের ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরিফ হোসেনকে পরাজিত করেন।

তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে। তিতাস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মিশরীয় গ্র্যান্ড মাস্টার ফাওজি আদম, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মুহতাদি তাজওয়ার নাশিদ, বাবুল মল্লিক, মোঃ আসাদুজ্জামান ও খন্দকার নজওে মাওলাকে পরাজিত করেন।

লিওনাইন চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের সাথে ড্র করে। লিওনাইন চেস ক্লাবের ভারতীয় আন্তজর্হাতিক মাস্টার সুরেশ হার্স বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ শাকের উল্লাহকে এবং বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ লিওনাইন চেস ক্লাবের অমিত বিক্রম রায়কে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার হিমাল গুসাইন ও হৃষিন তালুকদার যথাক্রমে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ভারতীয় বিভর আদাকের সাথে ড্র করেন।

স্পোর্টস বাংলা ৩-১ গেম পয়েন্টে সাধারণ বীমা কর্পোরেশন স্পোটির্ং ক্লাবকে পরাজিত করেন। স্পোটর্স বাংলার গোলাম মোস্তফা ভুঁইয়া ও ফয়সাল হোসেন যথাক্রমে সাধারণ বীমা কর্পোরেশন স্পোটির্ং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়তউল্লাহকে পরাজিত করেন। স্পোর্টস বাংলার মুকিতুল ইসলাম রিপন ও আসিফ মাহমুদ যথাক্রমে সাধারণ বীমা কর্পোরেশন স্পোটির্ং ক্লাবের দেলোয়ার হোসেন ও ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদের সাথে ড্র করেন।
মানহা’স ক্যাসেল ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। মানহা’স ক্যাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের শেখ রাশেদুল হাসান ও তুষিন তালুকদারকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রল চেস ক্লাবের আয়াস আব্দুল্লা খিজির বিন মানহা’স ক্যাসেলের অনত চৌধুরীকে পরাজিত করেন এবং উত্তরা সেন্ট্রল চেস ক্লাবের মোঃ মোহাইমেনুল ইসলাম মানহা’স ক্যাসেলের স্বর্নাভো চৌধুরীর সাথে ড্র করেন।

দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের এ রাউন্ড বিরতি ছিলো। আগামীকাল (সোমবার) বেলা ৩-০০ টা হতে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। খেলাগুলো হলোঃ বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব বনাম মানহা’স ক্যাসেল, খেলাঘর দাবা সংঘ বনাম লিওনাইন চেস ক্লাব, তিতাস ক্লাব বনাম বাংলাদেশ নৌবাহিনী, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব বনাম জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং দীপালী মেমোরিয়াল চেস ক্লাব বনাম স্পোর্টস বাংলা। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ষষ্ঠ রাউন্ডে বিরতি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…