মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দামকুড়া থানার
পূর্বপাড়া আমবাগান এলাকায় ভারতীয় মালামাল চোরাচালানের
সময় মোঃ মোরশালিন শেখ (২৪), নামে এক চোরাকারবারীকে
আটক করেছে বিজিবি।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী ব্যাটালিয়নের (১
বিজিবি) চরমাজারদিয়া বিওপির আভিযানিক দল তাকে আটক
করে।
আটক মোঃ মোরশালিন শেখ (২৪), সে চরমাজারদিয়া পূর্বপাড়া
এলাকার মাইন উদ্দিন শেখের ছেলে।
বিজিবি জানায়, শনিবার দুপুর পৌনে ২টায় গোপন সংবাদের
ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে
একজন চোরাকারবারী মাথায় থাকা একটি ঘাসভর্তি প্লাস্টিকের
বস্তা ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা কালে ধাওয়া করে তাকে আটক
করা হয়।
এ সময় তার বস্তা থেকে ১৯ বোতল নিষিদ্ধ ভারতীয় (গঙঘঙএঙখঊ)
সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণের জন্য জব্দ সিরাপ-সহ দামকুড়া থানায় হস্তান্তর করা
হয়েছে।