Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বিভিন্ন
সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচলের কারণে দুর্ঘটনার হার
আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অটো রিকশা ও
মোটরবাইক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত
হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, অনেক অটো রিকশা চালক আনুষ্ঠানিক
প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় নামছেন। হঠাৎ ব্রেক, উল্টো দিক দিয়ে
গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিংসহ ঝুঁকিপূর্ণ আচরণের
কারণে যাত্রী ও পথচারীরা বিপদের মুখে পড়ছেন। একই সঙ্গে উঠতি
বয়সী বাইকাররা হেলমেট ছাড়াই স্টান্ট, মোবাইল ব্যবহার ও লেন
পরিবর্তনের মাধ্যমে ট্রাফিক আইন অমান্য করছেন।
পুলিশ ও ট্রাফিক বিভাগ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করলেও সচেতনতার ঘাটতি পরিস্থিতি জটিল করছে। অনেক চালকের
বৈধ লাইসেন্স বা যান ফিটনেস নেই, তারপরও তারা নির্বিঘ্নে
চলাচল করছেন।
পরিবহন বিশেষজ্ঞরা বলেন, অটো-রিকশা চালকদের জন্য বাধ্যতামূলক
প্রশিক্ষণ, বাইকারদের কঠোর নজরদারি, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ
ও গতি নিয়ন্ত্রণ জরুরি। অভিভাবকদেরও সন্তানদের অপ্রাপ্তবয়স্ক
অবস্থায় মোটরবাইক চালাতে বাধা দেওয়ার আহ্বান জানানো
হয়েছে।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক
আহসান টিটু ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল
ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে মাসব্যপি সচেতনতা
ক্যাম্পেইন চালানো হচ্ছে। হেলমেট পরিধান, নির্ধারিত
গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব
নিয়ে পথচারী ও চালকদের সচেতন করা হচ্ছে। তবে অটো-রিকশা ও
মোটরবাইক দুর্ঘটনার হার এখনও কমছে না, যা মূলত
অসাবধানতার কারণে হচ্ছে।