logo

সময়: ১২:০৪, শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা

Masud Rana
২৮ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১১:১৮
photo
ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা

মোঃ মাসুদ রানা রাব্বানী : ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানো এবং সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মাঠপর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সভায় দিকনির্দেশনামূলক বকৃক্তা করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু। এছাড়া মহানগরীর সব থানা ও ওয়ার্ডের সভাপতি, সম্পাদকরা-সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় যোগ দেন।

মহানগর সভাপতি মামুনুর রশিদ বলেন, রাজশাহী বরাবরই জাতীয়তাবাদী শক্তির দুর্ভেদ্য ঘাঁটি। আগামী দিনে এই ঘাঁটিকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে থাকতে হবে। প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে প্রকৃত গণজোয়ার সৃষ্টি করতে হবে।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রতিটি ওয়ার্ড, থানায় বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে।মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের উন্নয়ননীতি ও দলীয় আদর্শ তুলে ধরতে হবে। দলীয় বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে কেন্দ্র রক্ষা ও ভোটাধিকার আদায়ে রাজপথে সাহসী ভূমিকা রাখতে হবে।

সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু বলেন, মিজানুর রহমান মিনুর দিক-নির্দেশনায় রাজশাহী মহানগর বিএনপি বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তাই আমাদের মাঠে যদি গাফলতি না থাকে বিজয় আমাদেনর সুনিশ্চিত ইনশাআল্লাহ।

সভায় অংশ নেওয়া থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…