হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রানী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন।
বুধবার দুপুরে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্দ্যোগে ও প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় হাসপাতাল প্রাঙ্গনে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন,
সভায় বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান,প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, খামারী মুছা ইব্রাহিম, প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হন।
পরে প্রধান অতিথি প্রানী সম্পদ প্রদর্শনী কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন এবং ৫০ টি স্টল পরিদর্শন করেন।