Refayet Hossain
বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ও এসোসিয়েশন চেস প্লেয়ার্স, বাংলাদেশ (এসিপি,বি), পটুয়াখালী এসিপি,বি এর আয়োজনে পটুয়াখালীতে অনুষ্ঠিত বরিশাল বিভাগের ডিভিশনাল ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার সুব্রত বিশ^াস অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ফিদে মাস্টর সুব্রত বিশ^াস ৮ খেলায় পূর্ণ ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে অরুপ গোলদের রানার-আপ ও দেলোয়ার হোসেন তৃতীয় স্থান লাভ করেন। ছয় পয়েন্ট করে নিয়ে জাবেদ আল আজাদ চতুর্থ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম, শেখ রাশেদুল হাসান ষষ্ঠ ও এম, এম, জহিরুল ইসলাম সপ্তম স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে অষ্টম হতে ষোড়শ স্থান লাভ করেন যথাক্রমেঃ ফিরোজ আহমেদ, গোলাম মোস্তফা ভূঁইয়া, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, ফয়সাল হোসেন, মোঃ হাদিউজ্জামান, শাহিনুর হক, ওয়াহিদুল ইসলাম (ফয়সাল), ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ও মোঃ মঞ্জুর আলম। গত ২১ হতে ২৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত তারিখে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়। গতকাল (মঙ্গলবার) খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ এনায়েত হোসেন, সভাপতি এসিপি,বি। পাঁচ দিন ব্যাপী ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৮৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ এক লক্ষ পনেরো হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।