Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে গাঁজা সহ
শুভ ইসলাম (২৫), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে
পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দামকুড়া থানার শিতলাই এলাকা
থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০০
গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার মো. শুভ ইসলাম (২৫)। সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার
রায়পাড়া এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর
রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের
ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানারশিতলাই এলাকায়
জনৈক মাদক কারবারী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে
এসআই মো. মাসুদ কবির ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে
জেলহাজতে পাঠানো হয়েছে।