logo

সময়: ০৪:১৬, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

Abdul Based
২১ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৫৯
photo
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

আবদুল বাসেদ নোয়াখালী:

চলমান কপ–৩০ সম্মেলনকে সামনে রেখে “জলবায়ু ন্যায়বিচার, নির্গমন হ্রাস ও মানবাধিকার সুরক্ষা” দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর)  দুপুরে জেলা  প্রশাসকের কার্যালয়ের সামনে জলবায়ু–প্রভাবিত বিভিন্ন জেলায় আয়োজিত ধারাবাহিক কর্মসূচির চূড়ান্ত পর্ব হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

করেছে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর আয়োজনে মানববন্ধনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার নাগরিকরা অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের কারণে জীবন, জল, খাদ্য, স্বাস্থ্য ও মর্যাদার মতো মৌলিক অধিকার হরণের প্রতিবাদ জানিয়ে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব বিবেচনায় কার্যকর জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ এবং নির্গমন হ্রাসের জোর দাবি জানান। অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রানের ফিল্ড কর্ডিনেটর মাহমুদুল হাসান লোমান এর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন, সমতটত থিয়েটারের শিল্পী সিনথিয়া নূর কথা, প্রথম আলো বন্ধু সভার সভাপতি উম্মে ফারহীন রিমু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের রিসোর্স অ্যান্ড মোবিলাইজেশন হেড মো. আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে সরকারকে জলবায়ু কূটনীতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশতাধিক মানুষ মানবন্ধনে অংশগ্রহণ কর

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…