ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী এলাকায় ভিকটিম মোঃ সজীব পাঠান (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাহীন (৩০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
গত ১৩/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় ভিকটিম মোঃ সজীব পাঠান (৩৫) তার পাওনা টাকা চাইতে গেলে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী এলাকায় জনৈক ভুইট্টা কাজল এর পলিথিনের দোকানের সামনে আসামি মোঃ শাহীন (৩০) ভিকটিমকে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।
পরবর্তীতে ভিকটিমকে আশপাশের লোকজন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহত সজীব পাঠানের বড় বোন বাদী হয়ে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১০, তারিখ- ১৪/১০/২০২৫ খ্রি., ধারা- ৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।
অদ্য ০৯/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪:৩০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ধোলাইরপাড় মোড়ের ধোলাইরপাড় কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ শাহীন (৩০), পিতা- মোঃ আলী আহমেদ, সাং- বলাখাল, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় ০২ টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।