logo

সময়: ০৬:২২, রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৬:২২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মতিহারের কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও

Masud Rana
০৮ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:২২
photo
মতিহারের কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার
থানার কাজলা এলাকা থেকে পারভেজ হোসেন রোহান (১৪) নামে
এক কিশোর গত দুই মাস ধরে নিখোঁজ থাকলেও তার সন্ধান
মেলেনি আজও।
এ ঘটনায় তার বাবা মোঃ রমজান (৪০) মতিহার থানায় একটি
সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রমজান জানান, গত ২৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে রোহান
কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে সে আর
বাড়ি ফিরে আসেনি। যাওয়ার সময় রোহান তার সাথে কিছু
কাপড়-চোপড় নিয়ে যায়।
এদিকে কিশোর রোহানের মা, পারভিন বেগম ছেলের সন্ধান না
পেয়ে পাগল প্রায় হয়ে গেছেন। সারাক্ষণ কান্নাকাটি করেন।
সংসারে কাজকর্ম শেষ হলেই ছেলেকে খুঁজতে এদিক সেদিক
ছুটে বেড়ান। লোকজনকে ধরে বলেন, আমার ছেলে রোহানকে এনে
দেন, আমি টাকা দিব। হতদরিদ্র পরিবারের সন্তান রোহান। তার
পিতা খাবার হোটেলে বাবুর্চির কাজ করেন এবং মা পারভিন
বেগম গৃহিনী। তারপরও ছেলের সন্ধার দিলে তার মা-বাবা সন্ধান
দাতাকে পুরুস্কৃত করবেন।
দীর্ঘদিন ছেলের কোনো খোঁজ না পেয়ে রমজান তার আত্মীয়-
স্বজন ও পরিচিতদের বাসায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও
রোহানের সন্ধান না পেয়ে অবশেষে তিনি থানায় সাধারণ ডায়েরি
করেন।
ছেলের চিন্তায় শোকাহত বাবা রমজান বলেন, আমার ছেলে কোথায়
আছে, কেমন আছে, কিছুই জানি না। আমি কোনো উপায় না
পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। তিনি তার ছেলেকে খুঁজে
পেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা
কামনা করেছেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক বলেন,
অভিযোগের ভিত্তিতে কিশোর পারভেজ হোসেন রোহানকে খুঁজে
বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তারা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…