logo

সময়: ০৭:৩৬, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার  প্রথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ, মানব বন্ধন ও সমাবেশ রাজধানীর শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে গাড়ির মেকানিক মোঃ সজীব পাঠান (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাহীন (৩০)’কে ধোলাইরপাড় হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।   রাজধানীর কোতয়ালীতে দূর্ধষ চুরির মামলায় শ্রী উত্তম কুমার (২৮)’কে আজীমপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ঢাকার কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।   গোদাগাড়ীতে কিশোরগোদাগাড়ীতে কিশোর হত্যার মূলহোতা রতন গ্রেফতার হত্যার মূলহোতা রতন গ্রেফতার

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার 

Masud Rana
০৯ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:১৯
photo
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্তে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার (৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৫৮/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতানে অবস্থান নেয়।

পরে রাত সাড়ে ১১টায় টহল দলটি চোরাকারবারিদের উপস্থিতি টের পেলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ওই বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ আটক করে।

রাজশাহী অঞ্চলে মাদকের চোরাচালান বেড়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এবং আইন-শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং খিদিরপুর বিওপি একাধিকবার ভারতীয় ফেনসিডিল ও মদ আটকের ঘটনা ঘটিয়েছে।

আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি জানিয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…