logo

সময়: ০২:৩২, শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী মহানগরীতে তলোয়ার সহ-যুবক গ্রেফতার

Ekattor Shadhinota
২৩ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১০:২৫
photo
রাজশাহী মহানগরীতে তলোয়ার সহ-যুবক গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে তলোয়ার-সহ মোঃ
লিখন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরীর রানীনগর এলাকা থেকে
তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ লিখন ইসলাম, সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার
রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত
উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে
পারে, রানীনগর এলাকায় লিখন নামের এক ব্যক্তি তার দোকানের সামনে অস্ত্র
দেখিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে
অভিযান চালিয়ে লিখন ইসলামকে হাতেনাতে গ্রেফতার করেন বোয়ালিয়া
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের
নেতৃত্বে এসআই মোসাঃ বিলকিস খাতুন ও সঙ্গীয় ফোর্স। এসময় তার
কাছ থেকে ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার লিখনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে
একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা
হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…