logo

সময়: ০২:২৩, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Masud Rana
২২ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১০:৩৭
photo
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,
কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
(বিআরটিএ) রাজশাহী সার্কেলের যৌথ উদ্যোগে বিভিন্ন
কর্মসূচি গ্রহণ করা করেছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও
ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন
পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধনের পর একটি
বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
করে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভায়
মিলিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী
বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা
বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং যানবাহনের নিরাপদ
গতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা
ফিরিয়ে আনতে এবং মূল্যবান জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে
সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক
(ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন এবং
পরিদর্শক আবুল কালাম আজাদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের
প্রতিনিধিরা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…