logo

সময়: ০২:২৪, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী মহানগরী থেকে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

Masud Rana
২২ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১০:৩৫
photo
রাজশাহী মহানগরী থেকে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১৪ বছরের নাবালিকা স্কুল
ছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় সুমন নামের এক কিশোরকে গ্রেফতার ও ছাত্রীকে
উদ্ধার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টায় নওগাঁ জেলার আত্রাই ধানাধীন কুমরইল
এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার অপহরণকারী মোঃ সুমন বাবু (১৪), সে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার
কুমরইল গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে।
বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে সুমন বাবু প্রতিনিয়ত স্কুলে আসা যাওয়ার পথে
নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। গত ১৪ মে সকাল সাড়ে ৮টায় প্রাইভেট
পড়ার উদ্দেশ্যে বাড়ী হতে বের হলে স্কুলছাত্রীকে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া
স্টেডিয়ামের সামনে থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায়
স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ওই মামলায় মঙ্গলবার রাত সোয়া ১টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান
চালিয়ে অপহরণকারী সুমনকে গ্রেফতার ও অপহৃত নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব-৫, এর
সদস্যরা।
শনিবার সকালে অপহরণকারী ও স্কুল ছাত্রীকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…