বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চূড়ান্ত পবে©র পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দ্বিতীয় স্থানে সাড়ে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয় স্থানে এবং তিন পয়েন্ট করে নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ আড়াই পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
পঞ্চম রাউন্ডের খেলা আজ (সোমবার) শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজকের পঞ্চম রাউন্ডের খেলায় সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়কে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪২ চালের মাথায় ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ জয়ী হন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ নৌ বাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স পদ্ধতির অবলম্বন করেন এ্যাডভান্স বিশ্লেষণ কারায় এ খেলায় তিনি ৩৮ চালে ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে পরাজিত করেন।
ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাদা ঘুঁটি নিয়ে ক্যাটালান ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলে ৫৪ চালে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন।
ফিদে মাস্টার খন্দকার ইসলাম অনত চৌধুরীকে পরাজিত করেন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসালম কালো ঘুঁটি নিয়ে সেন্টার গেম একসেপটেড পদ্ধতির খেলায় ৪২ চালে অনত চৌধুরীর বিরুদ্ধে জয়ী হন।
কক্সবাজার জেলার মোহাম্মদ শাকেরউল্লাহ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন। মোহাম্মদ শাকের উল্লাহ কালো ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিলের রুই-লোপেজ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৭ চালে ড্র করেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ২৩ চালের মাথায় জয়ী হন।
বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলে ৪৬ চালের মাথায় ড্র করেন।
ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল (মঙ্গলবার) বেলা ৩-৩০ (সাড়ে তিন) টা হতে একই স্থানে শুরু হবে। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অনত চৌধুরীর সাথে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনের সাথে, আন্তর্জাাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে, আন্তজা©তিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফের সাথে, মোহাম্মদ শাকের উল্লাহ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে খেলবেন।