logo

সময়: ০২:১৮, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চুয়েট ও চউক এর মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন

Ekattor Shadhinota
১৮ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:০৪
photo
চুয়েট ও চউক এর মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ খ্রি: বেলা ১২.৩০ ঘটিকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর সভাকক্ষে “চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান” প্রকল্প-এর ভেটিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বেলা ১২.৩০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রকল্প বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দুপুর ২.০০ ঘটিকায় চউক ও চুয়েট-এর মধ্যে ভেটিং পরামর্শক হিসেবে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক রূপ লাভ করে। চুয়েট এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা এবং চউক এর এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক পরিকল্পনাবিদ মোঃ আবু ঈসা আনছারী। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম। এ সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর এবং মেকানিক্যাল এন্ড মেনুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন এবং উক্ত মাষ্টারপ্ল্যান ভেটিং প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পরিচালক (বিআরটিসি) অধ্যাপক ড. বদিউস সালাম, দুর্যোগ প্রকৌশল ও ব্যবস্থাপনা  বিভাগের অধ্যাপক ড. মারুফুল হাসান মজুমদার, সাবেক বিভাগীয় প্রধান এবং উক্ত মাষ্টারপ্ল্যান ভেটিং প্রকল্পের ডেপুটি টিম লিডার জনাব দেবাশীষ রায় রাজা, ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব শ্যামল আচার্য। চউক-এর পক্ষে উপস্থিত ছিলেন সচিব জনাব রবীন্দ্র চাকমা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, তত্ত¡াবধায়ক প্রকৌশলী এ. এ. এম. হাবিবুর রহমান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাং মনজুর হাসান, নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ জহির আহমেদ, উর্ধ্বতন স্থপতি মোঃ গোলাম রব্বানী চৌধুরী, নগর পরিকল্পনাবিদ সাইয়েদ ফুয়াদুল খলিল আল ফাহমী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক পরিকল্পনাবিধ মোঃ আবু ঈসা আনছারী মাস্টারপ্ল্যান প্রকল্প বিষয়ে চউক এর পক্ষ থেকে পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেন। অপরদিকে চুয়েটের পক্ষ থেকে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন এবং উক্ত মাষ্টারপ্ল্যান ভেটিং প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান প্রকল্প সংশ্লিষ্ট জনবল কাঠামো ও তাদের কর্মদক্ষতা এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুয়েট এর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান বলেন, “আমরা আশাবাদী যে, চুয়েট -এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এই ভেটিং কার্যক্রম সম্পন্ন করবে। চট্টগ্রাম মহানগরের টেকসই উন্নয়নে এই কাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা সফলভাবে মাস্টারপ্ল্যান প্রকল্প এর কার‌্যক্রম এগিয়ে যাক- এই কামনা করছি।”

চউক চেয়ারম্যান চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন, “চট্টগ্রাম মহানগরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনার ভেটিং কার্যক্রমে চুয়েট-এর অভিজ্ঞ শিক্ষক-গবেষকগণ যুক্ত হওয়ায় আমরা আশাবাদী যে পরিকল্পনার গুণগত মান আরও সমৃদ্ধ হবে। চুয়েট-এর একাডেমিক দক্ষতা ও গবেষণা অভিজ্ঞতা আমাদের শহরের জন্য টেকসই ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চউক-এর পক্ষ থেকে আমি চুয়েট-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

প্রেরিত ছবির ক্যাপশন:
ছবি-০১:
 চুয়েটের ও চউক এর মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানসহ অন্যান্যরা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…