logo

সময়: ১০:২৩, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা আশ্বাস এনবিআর চেয়ারম্যানের  

Ekattor Shadhinota
১৪ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১১:০৯
photo
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা আশ্বাস এনবিআর চেয়ারম্যানের  

দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত বিলম্ব হবে তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে। তাই দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর)  এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাথে সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা করেন আত্মা এবং প্রজ্ঞার প্রতিনিধি দল।

 

সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যানকে জানানো হয় তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আইনের খসড়া সংশোধনীটি দ্রুত পাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধিবৃন্দ।

 

এসময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন,  আইন সংশোধনে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে

 

এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনায় অংশ নেন আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার মেহেদী হাসান।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…