হাসানুজ্জামান সিদ্দিকী হাসান , (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা পৌর শহরের রাজারহাটে মালেকা বেগম বালিকা বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে তিন হাজার স্কুল শীর্ষক প্রকল্পের আওতায় চার তলা বিশিষ্ট চার তলা একাডেমিক ভবন প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা ব্যায়ে নীলফামারীর বড়বাজারস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তোতা এন্টারপ্রাইজ জলঢাকা পৌরসভার রাজারহাটস্থ মালেকা বেগম বালিকা বিদ্যালয়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন মালেকা বেগম বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির আহবায়ক ও খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, নীলফামারীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ সবুজ হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তোতা এন্টারপ্রাইজ এর মালিক দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক আলী ইসলাম, সমাজ সেবক আব্দুস সোবহান, জলঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, শিক্ষক মোশফিকুর রহমান,রফিকুল ইসলাম, লায়লা বেগম,মৌসুমি আক্তার, মনোয়ার হোসেন সহ শিক্ষক কর্মচারীর ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।
এ বিষয়ে নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো: সবুজ হোসেন জানান, পূর্বে এ স্থানে বিদ্যালয়টির টিনসেড ভবন ছিলো। এখানে বর্তমানে ১১২ ফুট দৈর্ঘ্য ও ৩১ ফুট প্রস্থ অত্যাধুনিক স্কুলের নতুন ভবনটি নির্মাণ হয়েছে। ভবনটিতে মোট ১২টি শ্রেণী কক্ষ, উন্নত স্যানিটেশন ব্যবস্থাসহ আধুনিক সকল সুবিধা রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রতিষ্ঠানের সভাপতি ও খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সরকার কেবল শিক্ষা বিস্তারের জন্য ভবন নির্মাণ করছেন না, শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ার জন্য এ ভবন নির্মাণ করছেন। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব কাজ করছে বর্তমান সরকার। তিনি ঘরে ঘরে আলোকিত নাগরিক গড়ার কার্যক্রমকে সহযোগিতার আহ্বান জানান।অনুষ্ঠানের উদ্বোধক অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, আদর্শ, দেশ প্রেমিক নাগরিক গড়া জন্য শিক্ষকদের দায়িত্ববান হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে। নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।