logo

সময়: ১০:২৬, শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১০:২৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

পুঠিয়ায় গলায় গামছা প্যাঁচানো ভ্যানচালকের লাশ উদ্ধার

Masud Rana
১১ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১১:৪৪
photo
পুঠিয়ায় গলায় গামছা প্যাঁচানো ভ্যানচালকের লাশ উদ্ধার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় মোঃ সোহেল (২৪)
নামের ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুঠিয়া
উপজেলার কান্দ্রা এলাকার কলা বাগান থেকে গলায় গামছা প্যাঁচানো
অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে
নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুঠিয়া থানা পুলিশ ।
নিহত সোহেল পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামের লিলতাব হোসেনের ছেলে।
লিলতাব হোসেন জানান, মঙ্গলবার সারাদিন ভ্যান চালানোর পর সোহেল সন্ধ্যায়
বাড়ি আসে সোহেল। রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার
বাজারে যান। এরপর রাত সাড়ে ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে তার ফোনে
যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে
সোহেল আর বাড়ি ফেরেননি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্থানীয়রা
কলাবাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত সোহেলের
গলায় গামছা প্যাঁচানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড
বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে। নিহতের
পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার রহস্য
উদঘাটনে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…