logo

সময়: ১২:৫৭, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

Ekattor Shadhinota
০৮ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:১৮
photo
পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

‎রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৫’। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে— ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রাম বিকাশ কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ এর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিবিকে চত্ত্বরে এসে শেষ হয়।

গ্রাম বিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ. টি. এম ফরহাদুজ্জামানের সভাপতিত্বে ও গ্রাম বিকাশ কেন্দ্রের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক বাবলুর রহমান, ট্রেইনিং ম্যানেজার আবুল হাসিম, বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষরতা শুধু অক্ষর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ ও গণনার দক্ষতার পাশাপাশি দৈনন্দিন জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনের মাধ্যম। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাক্ষরতার কোনই বিকল্প নেই।’

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…