logo

সময়: ০১:৪৭, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ০১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মতিহারে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবারী মেহেদি গ্রেফতার

Masud Rana
৩১ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১০:৫৫
photo
মতিহারে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবারী মেহেদি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল পরিমান
ইয়াবাসহ মোঃ মেহেদী হাসান (৩২), নামের এক মাদক কারবারীকে
গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩০ আগস্ট) রাতে নগরীর মতিহার থানার কাজলা এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা
হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মেহেদী হাসান, সে রাজশাহীর বাঘা থানার
খাগড়াবাড়িয়া এলাকার মোঃ আঃ রাজ্জাকের ছেলে। বর্তমানে সে রাজশাহী
নগরীর মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-
পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ
জানতে পারেন, মতিহার থানার কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি
হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে ১হাজার
পিস ইয়াবা-সহ মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি পুলিশের
এসআই রিমন হোসাইন ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত ইয়াবা গুলো বিক্রয়ের জন্য তার কাছে
রেখেছিলো।
এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বিজ্ঞ
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মাদক কারবারী মেহেদীর বিরুদ্ধে বিরুদ্ধে পূর্বে বোয়ালিয়া ও
চন্দ্রিমা থানায় ২টি মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…