logo

সময়: ০৫:৪৪, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

প্রয়াত বিএনপি নেতা আনোয়ারুল হক কামাল কে নিয়ে স্মৃতিচার করেন মাসেদুর রহমান 

Jashim Uddin
২৩ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১১:০০
photo
প্রয়াত বিএনপি নেতা আনোয়ারুল হক কামাল কে নিয়ে স্মৃতিচার করেন মাসেদুর রহমান 

জসিম উদ্দিন রাজ, (সোনাইমুড়ী) নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও প্রয়াত নেতা আনোয়ারুল হক কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসেদুর রহমান। শুক্রবার বিকেল ৫ ঘটিকের সময় প্রয়াত নেতা আনোয়ারুল হক কামাল এর কবরের জিয়ারতের আগ মুহূর্তে তিনি এ স্মৃতিচারণ করেন। উপজেলা বিএনপি নেতা মাসেদুর রহমান বলেন,আনোয়ারুল হক কামাল ভাই ছিলেন সৎ ও পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রায় ২০ বছর সভাপতি পদে ছিলেন। তিনি যদি কমিটি বাণিজ্য বা নেতাকর্মীদের নিয়ে এদার ওদার কিছু করতেন,তাহলে প্রায় ৫ তলা পাঁচটা বাড়ি থাকতো তার। তিনি বর্তমান যুগে রাজনীতির জ্বলন্ত এক উদাহরণও বটে। তিনি কখনো কারো সাথে আক্রমণাত্মকও ছিলেন না,যে যাই বলতো  হাসিমুখে তা বরণ করে নিতেন। আমার জানা মতে,তিনি কারো কোন হক বা টাকা পয়সা মেরে খান নাই। আজকাল এমন নেতা এই ধরণীতে খুঁজে পাওয়া খুবই অসম্ভব। কামাল ভাইর জীবন দশা যদি আমরা চর্চা করি, আমরা শুধু রাজনীতিতে না জীবনে চলার পথেও অনেক দূর  এগিয়ে যেতে সক্ষম। অশ্রুসিক্ত নয়নে,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাসেদুর রহমান বলেন, মহান আল্লাহর কাছে বলি, আল্লাহ যাতে  উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং আমরা যাতে উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনে চলতে পারি এই প্রত্যাশা আমাদের সবার। উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন,যে ভোগে সুখ নয় ত্যাগ এর মাধ্যমে প্রকৃত সুখ পাওয়া যায়। উনি একজন সৎ ও ত্যাগী নেতা, নেতাকর্মীদের বিশ্বাসের একটি মাধ্যম ছিলেন। আমরা প্রত্যেকে যদি উনার জীবনকে অনুসরণ করি তাহলে রাজনীতিতে আমরা আরো ভালো করতে পারবো।নিজেকে কিভাবে শত যোগ্য হিসেবে মানবকূলে দেখে গেছেন কর্ম তারই একটি উদাহরণ সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নেতা আনোয়ারুল হক কামাল ভাই। আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে উনার জন্য দোয়া করব, আল্লাহ যাতে উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন আমিন।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…