logo

সময়: ০৭:০৮, বুধবার, ১৬ জুলাই, ২০২৫

১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে সেনা অভিযানে হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ ৪ জন গ্রেফতার

Md Abdul Khalek Mondul
১৫ জুলাই, ২০২৫ | সময়ঃ ১১:২১
photo
গোবিন্দগঞ্জে সেনা অভিযানে হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ ৪ জন গ্রেফতার

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেসবুক আইডি ও বিকাশ/নগদ অ্যাকাউন্ট হ্যাক করে আর্থিক প্রতারণা চালানোর অভিযোগে একটি হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত থেকে  (১৫ জুলাই) বিকাল পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল।

গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে চক্রের মূল হোতা পলাশের শ্বশুরবাড়িতে এই অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে পলাশ ছাড়াও তার তিন সহযোগী স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ লিটন, সুমন মিয়া এবং সাইদুলকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, একাধিক অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ফেসবুক আইডি হ্যাক করে এবং বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

অভিযান শেষে সোমবার বিকাল ৩:৩০ মিনিটে আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…