বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায়
সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে
অনুযায়ী ১৩ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নীলফামারী বরাবর মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
০১।
মোঃ নিজাম উদ্দিন (৫০), মেসার্স সোহান পিভিসি পাইপস, বিসিক শিল্প নগরী, সৈয়দপুর,
নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই;
মামলা নং- ২৪/২৫,
০২। রমজান মামুদ (৩৬), মেসার্স এম আর একতা পাইপ, নাথখানা, গোল মসজিদ, সদর, নীলফামারী;
পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং-
২৫/২৫,
০৩। নির্মল চন্দ্র সাহা (৬০), মেসার্স জনতা পিভিসি পাইপ, সওদাগরপাড়া, বিল্লালের মোড়, সদর,
নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই;
মামলা নং- ২৬/২৫,
০৪। আব্দুল কুদ্দুস চৌধুরী (৫৯), মেসার্স নকীব পিভিসি পাইপ, পুরাতন গরুহাটি, ফায়ার
সার্ভিস, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল
ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৭/২৫,
০৫। মোঃ আতিকুর রহমান (আতিক) (৩৮), মেসার্স এ কে প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ, ডাঙ্গাপাড়া,
কৈমারী রোড, জলঢাকা, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর
পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৮/২৫,
০৬। মোঃ মাহফুজুর রহমান (৩০), মেসার্স কল্পনা বেকারী, বড়ঘাট বাজার, জলঢাকা, নীলফামারী; পণ্য-
বিস্কুট; মামলা নং- ২৯/২৫,
০৭। হাবিবুর রহমান (৫০), মেসার্স ভাই বোন বেকারী, বড়ঘাট, চেয়মারী, জলঢাকা, নীলফামারী;
পণ্য- ব্রেড; মামলা নং- ৩০/২৫,
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।