মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে
জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামী টুটুলকে
গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১২ জুলাই) পৌনে ৭টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন
বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ধর্ষিতা ছাত্রী ১৪ বছরের নাবালিকা। সে গোদাগাড়ী থানাধীন
রাজাবাড়ি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীতে পড়ে। ধর্ষক টুটুল (১৯), ছাত্রীর
পাড়া প্রতিবেশী। টুটুলের সাথে নাবালিকা ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।
গত (১১ মে ২০২৫) রাত ১০টায় টুটুল রাজশাহী নগরীর উপকন্ঠ দামকুড়া
থানাধীন গহমাবোনা গ্রামের একটি জঙ্গলে ডেকে নিয়ে যায় ছাত্রীকে।
সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়
টুটুল। প্রস্তাবে ছাত্রী রাজি না হলে ছাত্রীর পরনের জামা কামিজ খুলে
জোরপূর্বক ধর্ষণ করে।
ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি টুটুল
পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে দামকুড়া থানায় টুটুলের
বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৮, তারিখ-১৫ মে
২০২৫। মামলার পরে আত্মগোপনে চলে যায় ধর্ষক টুটুল।
অবশেষে শনিবার ১২ জুলাই রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী
থানাধীন বিজয়নগর এলাকা থেকে আসামী টুটুলকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ সে ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। পরে ধর্ষণ মামলা মূলে
তাকে দামকুড়া থানায় হস্তান্তর করে র্যাব।
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে
পুলিশ।