Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুর রহমান (৫২), নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৭ জানুয়ারি) রাত সোয় ১১টায় চারঘাট থানাধীন বালাদিয়াড় গ্রামে তার বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আব্দুর রহমান, তিনি চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত আজের মোল্লার ছেলে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বালাদিয়াড় গ্রামে মোঃ আব্দুর রহমানের বাড়ির সামনে দুইজন মাদককারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করে ডিবি এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল ইসলাম বাবু নামে একজন পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার মাদক কারবারীকে বিজ্ঞ আদালতের মাধমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।