logo

সময়: ০৭:৫০, শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬

২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ যুবককে গ্রেফতার

Masud Rana
০৮ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:১৫
photo
রাজশাহী নগরীতে চুরি হওয়া মোটরসাইকেল-সহ যুবককে গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে চুরি হওয়া একটি মোটরসাইকেল-সহ মোঃ সিজানুর ইসলাম (২৫), নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে দামকুড়া থানার সহযোগিতায় নগরীর রাজপাড়া থানা পুলিশ।
গ্রেফতার সিজানুর ইসলাম, সে নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী মোঃ রামীম ইমতিয়াজ কাব্য (১৮) রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধের মেইন গেটের পাশের একটি অ্যাপাচি মোটরসাইকেলটি রেখে টি-বাঁধ এলাকায় ঘোরাফেরা করতে যান।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
পরে ভুক্তভোগীর পিতা মোঃ রনি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে।
অভিযানের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সিজানুর ইসলামকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় নগর পুলিশের মুখপাত্র। 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…