Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট-সহসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ৬০ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ’ ৩০ টাকা।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ তন্ময় ইসলাম (২৭), সে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত তৈমুর ইসলামের ছেলে, একই এলাকার মো. রাফি (৩১), মোঃ সেন্টু হোসেনের ছেলে এবং মোঃ নয়ন (৩৬), সে নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোটবনগ্রাম লুলুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তন্ময় ও রাফিকে গ্রেফতার করেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ’ ৩০ টাকা জব্দ করা হয়। একই দিন রাত পৌনে ১১টার দিকে সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে ৫পিস ইয়াবা ট্যাবলেট-সহ নয়নকে নামের একজনকে গ্রেফতার করেন এসআই মোঃ মাসুদ কবির ও সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।