র্যাব-১০ রাজধানীর কদমতলী থানা এলাকায় সংঘটিত লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০) হত্যা মামলার দুইজন আসামি’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গতকাল ০৬/০১/২০২৬ তারিখ রাত অনুমান ২২.২০ ঘটিকার সময় ভিকটিম লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০)’কে কদমতলী থানাধীন ৬১ নং ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় আসামি মো: শহিদুল (৩৫)’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র ব্যবহার করে উপর্যুপরি আঘাত করে ভিকটিমকে কুপিয়ে হত্যা করে এবং আসামিগণ বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৮, তারিখ- ০৭/০১/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী, ২০০৮ এর ৩। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৭/০১/২০২৫ তারিখে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন কুদারবাজার এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি ১। মো: শহিদুল (৩৫), পিতা- জামাল মিয়া মিস্ত্রী, সাং- মুরাদপুর হাই স্কুল রোড ও ২। নার্গিস বেগম (৪৫), স্বামী- মো: মহিউদ্দিন, সাং- কুদারবাজার, উভয় থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।