logo

সময়: ০৭:৪২, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

সুইডেনে সুফী সম্রাট দেওয়ারবাগী হুজুরের ৭৬ তম শুভ জন্মদিন উৎযাবিত

Ekattor Shadhinota
২৯ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৪১
photo
সুইডেনে সুফী সম্ধসঢ়;্রাট দেওয়ারবাগী হুজুরের ৭৬ তম শুভ জন্মদিন উৎযাবিত

শামীম হোসেন ঃ গত ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার  সুইডেনের রাজধানী ষ্টকহোমে সুফী সম্রাট
দেওয়ানবাগী হজুরের ৭৬ তম জন্মদিন অনুষ্ঠিত হয়। মোহম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ড,
ইমাম প্রফেসর কুদরত এ খোদা (মাঃআঃ) হজুরের এর আহ্বানে ওয়ার্লড আসেকে রাসুল অরর্গানাইজন
এর সুইডেন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আশেকে রাসুল (সঃ) মিলাদ মাহফিল।

photo

অনুষ্ঠান পরিচালনা করেন
সুইডেন শাখার সেকসন সমন্বায়ক আশেকে রাসুল শামীম হোসেন। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন দেশীও
বিদেশী বিভিন্ন মেহবানবৃন্দ। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাসুদ
শাহরিয়ার। অতঃপর রসুলে পাক (সঃ) উপর নাতে রসূল এবং হযরত দেওয়ানবাগী হুজুরের সম্পর্কে শানে
মোর্শেদ পরিবেশন করে ছোট ছোট শিশু কিশোররা। অতঃপর দেওয়ানবাগী হুজুরের সংস্কার নিয়ে বিষদ
আলোচনা করেন আশেকে রাসুল জাহিদুল ইসলাম। এরপর আশেকে রসুল অরগানাইজেশনের নেতৃত্ব
প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড. কুদরাতে খোদা কতৃক পরিচালিত ও প্রযোজিত মোহাম্মদী
ইসলামী জাগরনের উপর একটি ডকুমেন্টারী ফিলম প্রদর্শন করা হয়। উক্ত ডকুমেন্টারী ফিলম দেখে সবাই
আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এর ভুয়সী প্রসংসা করেন।অতঃপর গোটা বিশ্বে মোহম্মদী ইসলামের
ব্যপক প্রচারে ইমাম প্রফেসর ড. কুদরতে খোদা (মাঃআঃ) এর ভুমিকা নিয়ে বিশেষ আলোচনা করেন
সুইডেন শাখার সেকশন সমন্বায়ক আশেকে রাসুল শামীম হেসেন। অতঃপর ওলি আউলিয়াদের মাধ্যমে
আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা করেন দেওয়ানবাগী দলের সুইডেন শাখার
কান্টিরি সমন্বায়ক আশেকে রাসুল মাহবুব জুবেরী সুজা। অতঃপর ইসলামের শিক্ষা অনুযায়ী রাসুলে পাক
(সঃ) এর উপর দরূদ,সালাম ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আশেকে রাসুল মাহবুব জুবেরী সুজা, আশেকে
রাসুল শামীম হোসেন ও আশেকে রাসুল জাহিদুল ইসলাম। এ পর্যায়ে মিলাদে উপস্থিত সকল আশেকে
রাসুল বৃন্দ অঝোরে কান্নকাটি করেন এবং মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন আশেকে রাসুল মাহবুব
জুবেরী সুজা। অতঃপর দেওয়ানবাগী হুজুরের ৭৬তম শুভ জন্মদিনের কেক মোবারক কাটা হয় এবং সবার মাঝে
কেক বিতরন করা হয়।এরপর দেশীয় পদ্ধতিতে তৈরী সুস্বাদু বিরিয়ানী ও বিভিন্ন ধরনের মিষ্টি পরিবেশন করা
হয়। আবশেষে শিশুদের মাঝে জন্মদিনের গিফট বিতরন করেন শাহানুর আক্তার। অতঃপর সমাপনী বক্তব্য রাখেন
হান্নানুর রহমান।
সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় এবং সকলে কুশল বিনিময়ের মাধ্যমে সভাস্থল ত্যাগ করেন।
এখানে উল্লেখ্য যে, গত ৬ই ডিসেম্বর দেওয়ানবাগী হজুরের শুভ জন্মদিন উপলক্ষে এসকান্ডিনিবিয়াা
সর্ববৃহৎ সপিংসেন্টার মল অব এসকান্ডিনিবিয়ায় ফুল ও মিষ্টি বিতরন করা হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…