logo

সময়: ০৭:৪১, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভারতীয় মদ জব্দ

Masud Rana
২৯ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:১৮
photo
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এবং রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দামকুড়া থানা এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও কঠোর নজরদারির অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান দুটি পরিচালিত হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে চরমাজারদিয়া বিওপি’র একটি টহলদল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন হাজির বাতান এলাকার একটি বাঁশ বাগানে অবস্থান নেয়। এসময় এক মাদক কারবারি ভারত থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ব্যাগটি থেকে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রবিবাtর (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়। নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযানের সময় বিজিবি জানতে পারে, নগরীর উপকন্ঠ দামকুড়া থানাধীন হারুপাড়া এলাকার মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে। তথ্যের ভিত্তিতে বিজিবি টহলদল ঘটনাস্থলে অগ্রসর হয়ে হারুপাড়া এলাকার একটি মেশিন ঘরের নিকট পৌঁছালে চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…