logo

সময়: ০৭:৪০, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কুবিতে স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Ekattor Shadhinota
২৯ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:২৭
photo
কুবিতে স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স এর মধ্যে গ্রুপ জীবন ও সহযোগী স্বাস্থ্য
বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে
মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হায়দার আলী’র উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে বীমা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর হবে। চুক্তিতে কুমিল্লা
বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং জেনিথের
পক্ষে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন
বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব
উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুসদের ডিন প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রকৌশল অনুষদের
ডিন প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, পরিসংখ্যান
বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার
হোসেন, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খান, জেনিথের এসইভিপি
আবদুর রহমান, ভিপি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কুবি কর্মকর্তাবৃন্দ।
এ চুক্তির আওতায় বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যেসকল সুবিধা প্রাপ্য হবেন:
লাইফ লস কাভারেজের আওতায় শিক্ষক-কর্মকর্তার সাধারণ মৃত্যুতে বীমার অংক ৫,০০,০০০ এবং
দূর্ঘটনাজনিত কারণে বীমা অংক ১০,০০,০০০, কর্মচারীর সাধারণ মৃত্যুতে বীমার অংক ৩,০০,০০০
এবং দূর্ঘটনাজনিত কারণে বীমা অংক ৬,০০,০০০। বীমাকৃত কোন সদস্যের মৃত্যু হলে সংশ্লিষ্ট
সদস্যের জন্য পূর্ব নির্ধারিত সম্পূর্ণ বীমা অংক কোম্পানী পলিসি হোল্ডারের নামে অথবা
সংশ্লিষ্ট নমিনীর নামে চেকের মাধ্যমে অথবা ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা হবে।
গুরুতর অসুস্থ্যতা বীমার আওতায় শিক্ষক-কর্মকর্তার বীমার অংক ১,৫০,০০০ এবং কর্মচারীর বীমার অংক
৯০,০০০। যদি কোন সদস্য ক্যান্সার, হার্ট এ্যাটাক, স্ট্রোক, করোনারী আটারী সার্জারী, কিডনী
অকোজো, বিভিন্ন স্বনায়ুবিক রোগ, প্যারালাইসিস, হার্ট-কিডনী ও লিভার ট্রান্সপ্লাটেশন,
পিত্তথলির পাথর, বক্ষব্যাধি, দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত ইত্যাদি কোন একটি গুরুব্যাধিতে
জীবনে প্রথমবার আক্রান্ত হন, তাহলে সংশ্লিষ্ট সদস্যের জন্য পূর্ব নির্ধারিত বীমা অংকের
সমপরিমাণ টাকা কোম্পানী পলিসি হোল্ডারকে অথবা সংশ্লিষ্ট সদস্যকে পরিশোধ করা হবে।
বীমা পলিসিতে অন্তর্ভূক্তির পরে অসুস্থ্যতায় আক্রান্ত হয়ে অথবা দূর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি
হয়ে চিকিৎসা করলে সংশ্লিষ্ট বীমা সদস্য হাসপাতাল শয্যা বাবদ বার্ষিক, শয্যা বাবদ দৈনিক, ডাক্তার
ভিজিট, মেডিকেল টেস্ট ফি, মেডিসিন, অপারেশন, বিল,আনুষঙ্গিক সেবাসমূহের বিল পরিশোধে
ফ্যাসিলিটি/ডাইরেক্ট পেমেন্ট বীমা সুবিধা পাবেন।
ইন্সুরেন্সের সাথে চুক্তিবদ্ধ বাংলাদেশের যেকোন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে ক্যাশলেস
ফ্যাসিলিটি/ডাইরেক্ট পেমেন্ট সুবিধা পাবেন। এছাড়াও ইন্সুরেন্সের সাথে চুক্তি নয় কিন্তু
নিবন্ধনকৃত বাংলাদেশের যেকোন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করলে কাগজপত্র দাখিল সাপেক্ষে ৪
কার্য দিবসের মধ্যে রিইমবার্সমেন্ট সুবিধা পাবেন।

শিক্ষক কর্মকর্তাদের জনপ্রতি মাসিক প্রিমিয়াম ৩০০ টাকা এবং কর্মচারীদের জনপ্রতি মাসিক
প্রিমিয়াম ১৫০ টাকা।
উল্লেখ্য, শীঘ্রই কুবি শিক্ষার্থীদের জন্য সেমিস্টার প্রতি ১০০ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্য বীমা
চালু করণের জন্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…