Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ভারতীয়
ইজঙঘঈঙঋ-ঈ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে দামকুড়া থানার
পশ্চিমপাড়া এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালালে
বিজিবি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক চোরাকারবারীরা।
পরে তাদের ফেলে যাওয়া ২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ইজঙঘঈঙঋ-ঈ
সিরাপ জব্দ করে ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ চরমাজারদিয়া
বিওপি’র (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, জব্দকৃত সিরাপগুলো দামকুড়া থানায় জমা
দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত এবং তার
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা
অব্যাহত রয়েছে।