logo

সময়: ১১:৫৭, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

*নারায়ণগঞ্জ মৌচাক এলাকায় আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যমানের ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

Ekattor Shadhinota
২৩ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:১৫
photo
*নারায়ণগঞ্জ মৌচাক এলাকায় আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যমানের ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে *গতকাল ২২/১২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায়* র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

photo



  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *গতাকাল ২২/১২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৬০,০০০/- (তিল লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ (বারো) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে* গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *মো: আতাব মিয়া (৩২),* পিতা- মৃত সমর উদ্দিন, সাং- শ্রীঘর পূর্বপাড়া, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়।

  প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

  মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…