logo

সময়: ১২:০৯, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

আবারো শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র আভিযানিক সফলতা নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

Ekattor Shadhinota
২৩ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৮:০৯
photo
আবারো শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র আভিযানিক সফলতা নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় রয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য পন্ডু করতে রাত-দিন নিরলসভাবে কাজ করছে এই ব্যাটালিয়নের সদস্যরা। এরই ধারাবাহিকতায় চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যগুলো জব্দ করে। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৬২০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২২,১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।  

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…