Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়। আনোয়ার হোসেন উজ্জলের প্রস্তাবক হিসেবে চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ পাশা উপজেলা রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্রটি গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় নেতারা আনোয়ার হোসেন উজ্জলকে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখার জোর দাবি জানান।
বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দল থেকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
তবে বাস্তবতা হলো, চারঘাট ও বাঘার আপামর জনতা আনোয়ার হোসেন উজ্জলকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায়। তিনি একজন ত্যাগী, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতা। দলীয় মনোনয়ন পেলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ পাশা বলেন, আনোয়ার হোসেন উজ্জল দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন। আমরা সবাই দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। জনগণের ভালোবাসা ও সমর্থন তার পক্ষে রয়েছে। মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।
বাঘা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উজ্জল ভাই। তৃণমূলের স্পষ্ট দাবি, ধানের শীষে তাকেই চাই। আমরা বিশ্বাস করি, দল জনমতের প্রতিফলন ঘটাবে।
এছাড়া চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস আলী তালুকদার আনোয়ার হোসেন উজ্জলকে রাজপথের সাহসী ও পরীক্ষিত নেতা উল্লেখ করে বলেন, তৃণমূলের নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং তাকেই সংসদে দেখতে চায়।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বাঘা ও চারঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ আলী তালুকদার, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশরাফদৌলা, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মাস্টার, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক মো. নাসির উদ্দিন, বাউশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক মো. আনোয়ার হোসেন পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাহুল, বাঘা উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব হিটলার মাস্টার, বাঘা ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সেন্টু, বাঘা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক নবাব উদ্দিন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইমরান হোসেন ও আমিরুল ইসলাম প্রমুখ।