logo

সময়: ০৩:৫৪, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি বিজয়ের চেতনা হোক শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা

Ekattor Shadhinota
১৬ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৩৯
photo
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি বিজয়ের চেতনা হোক শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা

আজ ১৬ ডিসেম্বর-২০২৫, মঙ্গলবার, সকাল ০৯:৩০ ঘটিকায়, সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে,ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলি অর্পন।
শ্রদ্ধাঞ্জলি অর্পনে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সহ-সভাপতি সেলিনা হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, মিরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সভাপতি ইউসুফ শেখ, গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক রাকিব খান, গাজীপুর জেলা কমিটির নারী বিষয়ক সম্পাদক মৌসুমী সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই ঐতিহাসিক দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠন। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের শ্রমিক সমাজ আজ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মস্থলে মর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের ঘাম ও শ্রমেই রাষ্ট্রের অর্থনীতি সচল থাকলেও তারা এখনও নানাভাবে অবহেলা ও নিপীড়নের শিকার। আমরা বিশ্বাস করি বিজয়ের প্রকৃত অর্থ তখনই পূর্ণতা পাবে, যখন শ্রমিক পাবে জীবিকা নির্বাহের উপযোগী ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত হবে, কর্মস্থলে সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং ট্রেড ইউনিয়নের স্বাধীন অধিকার বাস্তবায়িত হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…