Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানাধীন কানাপাড়া সীমান্ত এলাকা থেকে এসব বিড়ি জব্দ করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর বিওপি’র একটি টহল দল জানতে পারে, কানাপাড়া এলাকার মাঠের মধ্য দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কানাপাড়া এলাকার একটি কলা বাগানে অভিযান চালিয়ে
৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। তবে বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে চোরাকারবারি ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরে জব্দকৃত ভারতীয় বিড়ি গোদাগাড়ী থানায় জমা দেওয়ার হয়েছে।
এছাড়া পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
।