Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর নগরীতে অভিযান
চালিয়ে চারটি ভারতীয় গবাদিপশু জব্দ করেছে রাজশাহী
ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।
সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে নগরীর
কাটাখালি থানার পশ্চিম বাতান এলাকায় খিদিরপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকা থেকে এইসব পশু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, রবিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে
জানা যায়, কয়েকজন চোরাকারবারি রাতের অন্ধকারে দুটি ভারতীয়
গরু ও দুটি ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
এমন তথ্যের ভিতিত্তে বর্ণীত স্থানে অভিযান চালালে বিজিবির
উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গবাদিপশু ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুটি ভারতীয় গরু ও দুটি ভারতীয় মহিষ জব্দ
করা হয়। জব্দকৃত গবাদিপশুগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া
হয়েছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে
জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালানমুক্ত
বাংলাদেশ গঠনে বিজিবি তাদের দায়িত্ব পালন করে যাবে। ।