logo

সময়: ০৯:৫১, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীর পদ্মার চরে সরিষা ক্ষেত থেকে বিজিবির ভারতীয় মদ জব্দ

Masud Rana
১৫ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৩৮
photo
রাজশাহীর পদ্মার চরে সরিষা ক্ষেত থেকে বিজিবির ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে নগরীর কাটাখালী থানাধীন খানপুর এলাকা থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

সোমবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় , খানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল নগরীর কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরিষা ক্ষেতে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়।

ওই সময় বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। রাতের অন্ধকার ও নির্জন এলাকা হওয়ায় মাদক কারবারিরা কৌশলে আগেই পালিয়ে যায় বলে ধারণা করেন বিজিবি সদস্যরা।

জব্দকৃত ভারতীয় মদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও আটকের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…