logo

সময়: ০৮:৫৭, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:৫৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

*দস্যুতা মামলার আসামি মো: আকাশ মোল্যা (৩০)’কে কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

Ekattor Shadhinota
১৮ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৪২
photo
*দস্যুতা মামলার আসামি মো: আকাশ মোল্যা (৩০)’কে কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

  *ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুরে সংঘটিত দস্যুতা মামলার প্রধান অভিযুক্ত মো: আকাশ মোল্যা (৩০)'কে* র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর একটি চৌকস আভিযানিক দল গ্রেফতার করেছে।

 *গত ৩০/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায়* ভিকটিম মো: রাসেল মিয়া (৪৫)’কে পথরোধ করে আসামি মোঃ আকাশ মোল্যা (৩০)’সহ অপরাপর আসামীগণ ভিকটিম’কে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখমসহ এলোপাথাড়ীভাবে মারাধর করে এবং ভিকটিমের নিকট হতে *নগদ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়। * এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং- ০৪, তারিখ- ৩০/০৯/২০২৫, ধারা- ৩৯৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে *গতকাল ১৭/১১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর পশ্চিমদি এলাকা* হতে উক্ত মামলার এজাহারনামীয় *আসামি মোঃ আকাশ মোল্যা (৩০),* পিতা- ওসমান মোল্যা, সাং- পশ্চিমদি নর্দা, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

  গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…