logo

সময়: ০৭:৩৬, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

*যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে কিশোর বাপ্পি (১৭)’কে হত্যা মামালার অন্যতম আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

Ekattor Shadhinota
১৮ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৪১
photo
*যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে কিশোর বাপ্পি (১৭)’কে হত্যা মামালার অন্যতম আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

  *রাজধানীর মীরহাজিরবাগে কিশোর বাপ্পি (১৭)’কে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। * ঘটনার পর র‌্যাব-১০ এর আভিযানিক দল *ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)’কে* গ্রেফতার করে।

  *গত ১২/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)’সহ অপরাপর আসামিগণ ভিকটিম বাপ্পি (১৭)’কে টাকা ও প্রিপেইড কার্ড চুরির অভিযোগ* এনে ভিকটিমকে জোর করে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগরে একটি ক্লাব ঘরে নিযে যায়। সেখানে ভিকটিমকে নির্যাতন করা হয়। পরবর্তীতে একই তারিখ সকাল *অনুমান ০৬.০০ ঘটিকার সময়* ভিকটিমের বাসায় নিয়ে এসে তল্লাশী করে। কোন কিছু না পেয়ে আসামিগণ স্টীলের *পাইপ ও হাতুড়ি দিয়ে* ভিকটিমকে মারতে মারতে একটি বাসায় নিয়ে যায়। ভিকটিমকে নিস্তেজ  অবস্থায় আসামিগণ একই তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সমায় রাস্তায় ফেলে রেখে যায়। হাসাপাতালে নেওয়ার পথেই ভিকটিমের মৃতু হয়। পরবর্তীতে ডিসিস্টের মা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৩৮, তারিখ- ১৩/১১/২০২৫ খ্রি.)।

  মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল *গতকাল ১৭/১১/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.৩৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীণ মীরহাজিরবাগ এলাকায়* অভিযান চালায়। সেখান থেকে মামলার অন্যতম *আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫),* পিতা- মো: মোস্তফা, সাং- বৌ বাজার, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।

  গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…