জাতীয় বিশ্ববিদ্যালয়- সেপ্টেম্বর ০২, ২০২৫: গতকাল ০১ সেপ্টেম্বর, ২০২৫ ঢাকার শেরাটন হোটেলে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা চুক্তি অনুসারে শেরাটন ও ওয়েস্টিন ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে। জাতীয় বিশ্ববিদ্যালয় সাম্প্রতিককালে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাদানসহ তাদের ক্যারিয়ার ভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করতে একাধিক দেশি-বিদেশি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি করেছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি চুক্তি স্বাক্ষর করলো ইউনিক হোটেল ও রিসোর্টের সাথে। ইউনিক হোটেল ও রিসোর্ট দেশের দুটি পাঁচতারা হোটেল ঢাকা শেরাটন ও ওয়েস্টিন পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বা সংযুক্তি ঘটানো না গেলে শিক্ষার্থীদের ক্যারিয়ারে কোন সুফল আসবে না। বেকারত্ব হার বেড়েই চলবে। তিনি বলেন, বর্তমানে দেশে-বিদেশে ট্যুরিজম ও হসপিটালিটির চাহিদা বেড়েই চলেছে। তাই এই ক্ষেত্রের ভবিষ্যৎ উজ্বল। প্রশিক্ষণ পেলে দেশের গ্র্যাজুয়েটরা যেমন সম্মানের সাথে বিশ্বের চাকরির বাজারে কাজ করতে পারবে, তেমনি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিক হোটেল ও রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোন বিকল্প নাই। আর এর জন্য প্রয়োজন সময়োপযোগী প্রশিক্ষণ। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিকে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: আবুদ্দারদা, জনসংযোগ দপ্তরের মিডিয়া এ্যাডভাইজার গৌতম বড়ুয়া, ইন্টারন্যাশনাল ডেস্কের ভারপ্রাপ্ত পরিচালক রাজ বিন কাসেম, একাডেমিক কমিটি (বিজনেস স্টাডিজ গ্রুপ) এর চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও ইউনিক হোটেল এন্ড রিসোর্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।