রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে।
র্যাব-১০ এর একটি চৌকস দল গতকাল ৩১/০৮/২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে।
বিকাল ১৫:১৫ ঘটিকায় ফ্যান্টাসি টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেনেড সদৃশ ৪টি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয় এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ফয়সাল খান (৩০), পিতা- মোঃ ফারুক খান, স্থায়ী সাং- রাজারচর, কাচারিকান্দি, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, এ/পি- ফ্যান্টাসী টাওয়ার, ঝিলপাড়, বিবিরবাগিচা, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। অভিযানের সময় তার বাসার বাথরুম সংলগ্ন শয়নকক্ষ থেকে ধাতব লিভার, সেফটি পিন ও রিং যুক্ত কালো রঙের ৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ৯ ইঞ্চি ব্যাসবিশিষ্ট আনুমানিক ৩১০ গ্রাম ওজনের গ্রেনেড সদৃশ চারটি বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফয়সাল খান স্বীকার করে যে, সে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা, জনগণের জানমাল ক্ষতি ও জনমনে ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে এসব বস্তু নিজের হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।