logo

সময়: ০৩:২২, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ খবর

পর্যটন ও সেবা খাতের বৈশ্বিক চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরি করবে জাতীয় বিশ্ববি উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্যালয়

Ekattor Shadhinota
৩১ আগস্ট, ২০২৫ | সময়ঃ ০৮:০১
photo
উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

 

জাতীয় বিশ্ববিদ্যালয়, ৩১ আগস্ট, ২০২৫: বিশ্বব্যাপী পর্যটন ও বিমান খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। এখাতে প্রতিনিয়ত জনবলের চাহিদা বাড়ছে। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি কর্মক্ষম হলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে পর্যটন ও বিমান খাতের বৈশ্বিক বাজার ধরতে পারছে না। এই বৈশ্বিক বাজারের চাহিদা পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এলক্ষ্যে পর্যটন ও বিমান খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

 

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে ইউনিক প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমি ফর ট্রেইনিং অ্যান্ড এডুকেশন-আপডেট কলেজে বিমানের কেবিন ক্রু হিসেবে ক্যারিয়ার গড়া সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 

আপডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আপডেট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশান এন্ড সাস্টেইনাবিলিটি ল্যাব (আইএসএল) এর উপ-পরিচালক ও সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ভূইয়াঁ, ইউনিক গ্রুপের গ্রুপ সিইও সৈয়দ সানোয়ারুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশান এন্ড সাস্টেইনাবিলিটি ল্যাব (আইএসএল) এর পরিচালক ও স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোঃ আবুদ্দারদা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট-ইউএইচআর এর সিইও মো. সাখাওয়াত হোসেন।

 

প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।

 

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও অনলাইন প্লাটফর্ম থেকে আয় বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব খরচে অধিভুক্ত কলেজের ৫০ হাজার ছাত্রীকে ফ্রি-ল্যান্সার হওয়ার প্রশিক্ষণ দিবে। এরপর ছেলেরাও একই সুযোগ পাবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, পর্যটন ও বিমান খাতসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে আপডেট কলেজের মত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। সারাদেশের তরুণ-তরুণীদের এসব প্রফেশনাল কোর্সের আওতায় আনতে বিভাগীয় পর্যায়ে শাখা খোলার পরামর্শ দেন তিনি। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সকল প্রকারের সহযোগিতা দিবে বলে জানান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…