logo

সময়: ০৯:১২, শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

২ টি ককটেল ও ১২ টি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলী কুসুমবাগ হতে গ্রেফতার।

Ekattor Shadhinota
১৭ মার্চ, ২০২৫ | সময়ঃ ১১:০৭
photo
২ টি ককটেল ও ১২ টি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলী কুসুমবাগ হতে গ্রেফতার।

গতকাল ১৬/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকা, কদমতলী থানার কুসুমবাগ জামে মসজিদের পার্শে¦ একটি পরিত্যক্ত বাড়ির তৃতীয় তলায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত দলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জামাল (৩২), পিতা-মৃত ফজলু, সাং-লেবুখালী, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, এ/পি-জুরাইন কমিশনার মোড়, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোঃ আরিফ হোসেন (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং- হলুদিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, এ/পি-জনৈক এ্যাড. মঞ্জুরুল রহমান এর বাড়ীর ভাড়াটিয়া, কুসুমবাগ, পূর্বজুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ আকাশ (২৬), পিতা-মোঃ মুসা, সাং-মহরাজপুর, থানা-মোকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, এ/পি- জনৈক আবসার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, জুরাইন কমিশনার রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৪। মোঃ ওমর ফারুক (৩০), পিতা-মৃত শাহ আলম, সাং- মিরপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি-আঃ রাজ্জাক উকিলের পাশের্^র বাড়ী, বাগান বাড়ী, পূর্বজুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৫। মোঃ নাজমুল (২৫), পিতা- মোঃ শাহবুদ্দিন, সাং- বাগাদী, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, এ/পি- জনৈক কবির এর বাড়ীর ভাড়াটিয়া, জুরাইন কমিশনার রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৬। মোঃ মুরাদ রহমান খান (৩০), পিতা-মোঃ ফজলুর রহমান খান, সাং- কুসুমবাগ পূর্বজুরাইন, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ডাকাতির  কাজে ব্যবহৃত চাপাতি- ০১টি, লোহার রেঞ্জ- ০১টি, লোহার রড- ০১টি, সুইচ গিয়ার চাকু- ০৩টি, চাকু- ০৫টি, বড় ছুড়ি- ০১টি ও ককটেল সদৃশ্য বস্তু- ০২টি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে জানা যায়

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…