২ টি ককটেল ও ১২ টি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলী কুসুমবাগ হতে গ্রেফতার।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৭ মার্চ, ২০২৫
২ টি ককটেল ও ১২ টি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলী কুসুমবাগ হতে গ্রেফতার।

গতকাল ১৬/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকা, কদমতলী থানার কুসুমবাগ জামে মসজিদের পার্শে¦ একটি পরিত্যক্ত বাড়ির তৃতীয় তলায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাত দলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জামাল (৩২), পিতা-মৃত ফজলু, সাং-লেবুখালী, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, এ/পি-জুরাইন কমিশনার মোড়, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোঃ আরিফ হোসেন (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং- হলুদিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, এ/পি-জনৈক এ্যাড. মঞ্জুরুল রহমান এর বাড়ীর ভাড়াটিয়া, কুসুমবাগ, পূর্বজুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ আকাশ (২৬), পিতা-মোঃ মুসা, সাং-মহরাজপুর, থানা-মোকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, এ/পি- জনৈক আবসার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, জুরাইন কমিশনার রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৪। মোঃ ওমর ফারুক (৩০), পিতা-মৃত শাহ আলম, সাং- মিরপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি-আঃ রাজ্জাক উকিলের পাশের্^র বাড়ী, বাগান বাড়ী, পূর্বজুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৫। মোঃ নাজমুল (২৫), পিতা- মোঃ শাহবুদ্দিন, সাং- বাগাদী, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, এ/পি- জনৈক কবির এর বাড়ীর ভাড়াটিয়া, জুরাইন কমিশনার রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৬। মোঃ মুরাদ রহমান খান (৩০), পিতা-মোঃ ফজলুর রহমান খান, সাং- কুসুমবাগ পূর্বজুরাইন, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ডাকাতির  কাজে ব্যবহৃত চাপাতি- ০১টি, লোহার রেঞ্জ- ০১টি, লোহার রড- ০১টি, সুইচ গিয়ার চাকু- ০৩টি, চাকু- ০৫টি, বড় ছুড়ি- ০১টি ও ককটেল সদৃশ্য বস্তু- ০২টি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে জানা যায়