logo

সময়: ১২:২২, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১২:২২ অপরাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

রাজধানীর আজিমপুরে আটাশি হাজার দুইশত টাকা মূল্যমানের জালনোট সহ ০২ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

Ekattor Shadhinota
২৮ মার্চ, ২০২৫ | সময়ঃ ১১:০৭
photo
রাজধানীর আজিমপুরে আটাশি হাজার দুইশত টাকা মূল্যমানের জালনোট সহ ০২ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গতকাল ২৭/০৩/২০২৫ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার আজিমপুর সরকারী কোয়ার্টার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৮৮,২০০/- (আটাশি হাজার দুইশত) টাকা মূল্যমানের জালনোট সহ ০২ জন আসামী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম ১। মোঃ সুমন হোসেন (২২), পিতা- মোজাফর বিল্লা, সাং- শুকদারা, থানা- ফকিরহাট, জেলা- বাগেরহাট ও ২। আহান (২২), পিতা- আশিকুর রহমান, সাং- টাঙ্গাইল সদর, থানা ও জেলা- টাঙ্গাইল বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১০০ টাকা সমমূল্যের ৮৭৩ টি জাল নোট, ৫০ টাকা সমমূল্যের ১৮ টি জাল নোট ও ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

   প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় একটি সংঘবদ্ধ জাল নোট সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে জালনোট সংগ্রহ করে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাজারে সরবরাহ করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

   গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…