হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদে ম্সাটার তাহসিন তাজওয়ার জিয়া সপ্তম স্থান লঅভ করেছেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে সপ্তম স্থান পান। আজ (শনিবার) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিযা হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার একজেল গেরগেলির সাথে ড্র করেন। এর আগে গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় কাজাকস্তানের ফিদে মাস্টার মোলডাগালি বেকসুলতানের কাছে হেরে যান ও অষ্টম রাউন্ডের খেলায় হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার বারসেজ ডেভিডের সাথে ড্র করেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ টি দেশের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৫ জন ফিদে মাস্টারসহ ১০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। ৭ পয়েন্ট নিয়ে রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার উসকভ আর্টেম চ্যাম্পিয়ন হন এবং একই পয়েন্ট নিয়ে ভারতের ফিদে মাস্টার বোরগাওকার অক্ষয় রানার-আপ হন।