logo

সময়: ০৪:২৪, বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪

১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৪:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় গাড়ি চালক ফেডারেশনের বাণী  জাতীয় বিশ^বিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা; জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় একটি প্রতিষ্ঠানের দুইজনকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান। মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ'' শীর্ষক চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি ফিরোজ শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা হতে ৪০৬ ক্যান বিয়ারসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

কেরানীগঞ্জে চুলার আগুনে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

Ekattor Shadhinota
০৫ সেপ্টেম্বর, ২০২২ | সময়ঃ ১০:৫৫
photo
ফাইল ছবি

নিজস্ব  প্রতিনিধি: -কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ মোছা. ইদুলী বেগম পান্নার (৫০) মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইদুলী বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তিনি নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধাীন ছিলেন। এর আগে তিনজনের মৃত্যুহয়েছে। দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
মৃত ইদুলী বেগম পান্নার স্বামী মোক্তার হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর। তিনি কেরানীগঞ্জে অটোরিকশা চালান। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তাদের তিনটি মেয়ে রয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রথমে দগ্ধ শিশু মারিয়ামের (৮) মৃত্যু হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…